গোল্ডেন রেশিও মিথ ডিবাঙ্কঃ(যে মিথ কখনোই হারাবে না) 1.61803398874989484820458683436563811772030917980576286213544862270526046281890… উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোল্ডেন রেশিও বা ফাই। দিয়ে নির্দেশ করা হয় একে। অনেকটা পাই এর মতই। একটা অমূলদ সংখ্যা। শুধু এটুকুই।আসলেই কি এটা শুধুমাত্র একটি ধ্রুবক? গনিতবীদদের মতে, এই ফাহ মহাবিশ্বের সবচাইতে সুন্দর সংখ্যা। অনেকে সুন্দরের সংজ্ঞা দেন গোল্ডেন রেশিও দিয়ে। পৃথিবী কি গোল্ডেন রেশিও মেনে চলে? গোল্ডেন রেশিও দিয়ে কি সৌন্দর্যের পরিমাপ করা যুক্তিযুক্ত? আমাদের আশেপাশে প্রকৃতিতে কি সবসময় গোল্ডেন রেশিও মেনে চলা হয়? গোল্ডেন রেশিও কি আমাদের ব্রেন চায়? আমাদের ব্রেন কি গোল্ডেন রেশিওকেই সবচাইতে সুন্দর মনে করে? আমাদের দেহ গোল্ডেন রেশিও মেনে চলে? ফাই কি মহাবিশ্বের সৌন্দর্যের ভাষা? উপরের প্রতিটি প্রশ্নের উত্তর একটাই! না! কি এই গোল্ডেন রেশিও? একটা স্ট্রেট লাইন নেন। মাঝে একটা ভাগ করে পুরো লাইনটাকে ২ ভাগে ভাগ করে দেই। একটা পার্টের নাম দেই a আর আরেকটা b। তো গোল্ডেন রেশিও বলতে যেটা বোঝায় তা হল, এই ভাগ করা দুইটা পার্টের অনুপাত আর পুরো রেখার...
স্বাগতম। আমি মাহতাব মাহদী নিহাল। এই ওয়েবসাইটে আমার লেখা সব আর্টিকেল পাবেন। আমি গনিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল লেখতে ভালোবাসি । আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। শুভকামনা। আমার ফেসবুক প্রোফাইল লিংকঃ https://web.facebook.com/mahtab.mahdi.566 ইন্সট্রাগামে আমাকে পাবেনঃ https://www.instagram.com/mahtab_mn9/ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে জানতে ও জানাতে জয়েন করতে পারেন ব্যাঙের ছাতার বিজ্ঞান গ্রুপেঃ https://web.facebook.com/groups/bcb.science/ আপনার দিনটি শুভ হোক।