সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লিনা ম্যাডিনার মা হওয়াঃ মেডিকেল ইতিহাসের এক আনসলভড কেস।

মাত্র ৫ বছর ৭ মাস বয়সে মা হন লিনা। ছোট বেলায় তার বয়স যখন ৫ বছরের কাছাকাছি,তখন তার পেট বাড়তে থাকে। পরের কয়েকমাসে তার পেট অনেক ফুলে ওঠে। মা বাবারা মনে করেছিলেন এটা কোন টিউমার। তাই তারা ডাক্তারের কাছে নিয়ে যান।ডাক্তার আল্ট্রাসনোগ্রাম করে দেখেন তার পেটে সাত মাসের বাচ্চা! ডাক্তার জেরার্ডো লিনার ট্রিটমেন্ট করেছিলেন। তিনি মেডিকেল বোর্ড গঠন করে অন্য ডাক্তারদের কাছে এর কারণ জানতে চান। কিন্তু কেউই এর কোন সঠিক ব্যখ্যা দিতে পারেন নি। অবশেষে লিনার বাচ্চা হয়। ২.৭ কেজি ওজনের ওই বাচ্চা জন্মের পর সম্পূর্ন সুস্থ্য ছিল।তার নাম রাখা হয় লিনার ট্রিটমেন্ট করা ডাক্তার জেরার্ডোর নামে। প্রথমে এটাকে FIF কেস বা ফিটাস ইন্টু ফিটাস বলে দাবি করা হয়। কিন্তু ডাক্তার জেরার্ড কিছু রিপোর্ট বের করেন। লিমার ৫ বছর বয়সেই পিরিয়ড শুরু হয়েছিল! এবং তার সম্পূর্ন প্রজনোন অঙ্গ এর গঠন সম্পূর্ন হয়ে গিয়েছিল। ডা জেরার্ড এর উপর ভিত্তি করে লিনার বাবা ও ভাইয়ের উপরে কেস করেন। তবে যথাপোযোক্ত প্রমান না থাকায় ছেড়ে দিতে বাধ্য হন। এদিকে লিনার ছেলেকে লিনার ভাই হিসেবে তার গ্রামে রাখা হয়। লিনা নিজেও জানত না আসলে তাকে যৌন হেনস্থা করা হ