মাত্র ৫ বছর ৭ মাস বয়সে মা হন লিনা। ছোট বেলায় তার বয়স যখন ৫ বছরের কাছাকাছি,তখন তার পেট বাড়তে থাকে। পরের কয়েকমাসে তার পেট অনেক ফুলে ওঠে। মা বাবারা মনে করেছিলেন এটা কোন টিউমার। তাই তারা ডাক্তারের কাছে নিয়ে যান।ডাক্তার আল্ট্রাসনোগ্রাম করে দেখেন তার পেটে সাত মাসের বাচ্চা!
ডাক্তার জেরার্ডো লিনার ট্রিটমেন্ট করেছিলেন। তিনি মেডিকেল বোর্ড গঠন করে অন্য ডাক্তারদের কাছে এর কারণ জানতে চান। কিন্তু কেউই এর কোন সঠিক ব্যখ্যা দিতে পারেন নি। অবশেষে লিনার বাচ্চা হয়। ২.৭ কেজি ওজনের ওই বাচ্চা জন্মের পর সম্পূর্ন সুস্থ্য ছিল।তার নাম রাখা হয় লিনার ট্রিটমেন্ট করা ডাক্তার জেরার্ডোর নামে।
প্রথমে এটাকে FIF কেস বা ফিটাস ইন্টু ফিটাস বলে দাবি করা হয়। কিন্তু ডাক্তার জেরার্ড কিছু রিপোর্ট বের করেন। লিমার ৫ বছর বয়সেই পিরিয়ড শুরু হয়েছিল! এবং তার সম্পূর্ন প্রজনোন অঙ্গ এর গঠন সম্পূর্ন হয়ে গিয়েছিল। ডা জেরার্ড এর উপর ভিত্তি করে লিনার বাবা ও ভাইয়ের উপরে কেস করেন। তবে যথাপোযোক্ত প্রমান না থাকায় ছেড়ে দিতে বাধ্য হন।
এদিকে লিনার ছেলেকে লিনার ভাই হিসেবে তার গ্রামে রাখা হয়। লিনা নিজেও জানত না আসলে তাকে যৌন হেনস্থা করা হয়েছে কি না। তবে তার ছেলে ১০ বছর বয়সে জানতে পারে,এতদিন ধরে বোন হিসেবে জেনে আসা লিমাই হচ্ছে তার মা। ৪০ বছরের মত সময়ে অস্থিমজ্জার সমস্যার কারনে লিমার ছেলে মারা যায়।
এদিকে লিমার কেস নিয়ে অনেক মেডিকেল জার্নালে প্রকাশ হয়। অনেক গবেষনা হয়। কেউ বলে তাকে যৌন হেনস্থা করা হয়েছে,কেউ বলেন এটা FIF কেস। কিছুদিন পরে ডা জেরার্ডের এক সহকর্মী আরেকটা তথ্য প্রকাশ করেন।
লিমার পাশের দুই গ্রামে এরকম কম বয়সে মা হওয়ার রেকর্ড আছে। তার মত এত কম বয়সে না হলেও দুটো কেসই যে ১৫ বছরের কম তা প্রকাশ করেন।অবশ্য নাম প্রকাশ করেন নি।
শেষ পর্যন্ত বিভিন্ন মেডিকেল জার্নাল একে আনসলভড বলে গন্য করেন।তবে লিমার এক প্রতিবেশী জানান তাদের গ্রামে হওয়া বার্ষিক এক অনুষ্ঠানে সেবার অনেক মেয়েই হয়রানির শিকার হয়েছিল। হতে পারে লিমাও তার শিকার। পেরুর মিডিয়া গুলোতে এ নিয়ে লেখা ছাপানো হয়। উইকিপিডিয়াতেও এটাকে FIF কেস বলে গন্য করা হয়নি।
লিমা ছাড়া আরো ৫ টা মায়ের ছবি দেয়া আছে।তাদের মা হওয়ার বয়স ও দেয়া আছে।লিমার পরে ম্যাক্সিকোর এক মেয়ে ৬ বছর বয়সে মা হয়েছে। সবগুলো কেসই আমেরিকা মহাদেশের একমাত্র ইন্ডিয়ান ৮ বছরের একটা মেয়ের মা হওয়ার কেস ছাড়া। ডাক্তাররা বলেছেন অতিরিক্ত পিটুইটারি হরমোন নিসৃত হওয়ার কারনে তারা এত তাড়াতাড়ি প্রজনন ক্ষমতা লাভ করেছেন। কিন্তু কেন তার কারণ বলতে পারেননি। এই কেসের বিষয়ে কেউ প্রমান সহ কিছু বলতে পারেননি। লিমা পরবর্তিতে বিয়েও করেন এবং তার ২য় সন্তানের মা হন।
(মাহতাব মাহদী নিহাল)
অনেক রাতে লিখেছি,ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবন। এটাতে একেবারে থ্রুলি জানানোর জন্য দিয়েছি যাতে ভুল ভ্রান্তি গুলো দূর হয়। ছবি গুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা।
তথ্যসূত্রঃ ডা জেরার্ডের সাক্ষাৎকার, লিনার মেডিকেল রিপোর্ট,উইকিপিডিয়া, ইউটিউব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন