আসলে দারুণ একটা প্রশ্ন । ব্লাড ডোনেট সম্পর্কে এটা অনেক জিজ্ঞাসিত ও অত্যন্ত গুরত্বপূর্ন একটা প্রশ্ন। ছোট করে উত্তর শুনতে হলে বলি, আপনজনের কাছ থেকে রক্ত নিলে “transfusion-associated graft versus host disease” (TA-GvHD) ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। প্রক্রিয়াটি একটু জটিল কিন্তু এটাকে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। যখন আপনি কোন র্যান্ডম ডোনারের থেকে এক প্যাকেট রক্ত নেন, আসলে আপনি যা নেন তা হচ্ছে প্যাকেট ভর্তি লোহিত রক্ত কনিকা । প্লাজমা, শ্বেত রক্তকনিকা , অনুচক্রিকা সরিয়ে ফেলা হয় যতটা পারা যায়। একেবারে নিখুত করা যায় না, কিছু পরিমান লোহিত রক্তকনিকা আর প্লাটিলেট প্যাকেটে থেকেই যায়। এগুলো রক্তগৃহীতার জন্য ঝুকির কারণ হয়ে দাঁড়ায় এবং মাঝে মাঝে জীবন বিপন্ন করে ফেলে। এই ঝুকিগুলোর একটা অংশ আসে ডোনারের শ্বেত রক্তকনিকা থেকে। নির্দিষ্ট করে বললে T-cells থেকে। T-cell হচ্ছে আমাদের প্রতিরক্ষা সিস্টেমের বস। T-লিম্ফোসাইট এর অপর নাম। এইটা লাস্ট লাইন ডিফেন্স সিস্টেম কিন্তু সবচাইতে শক্তিশালী লাইক ম্যানুয়েল নয়ার। এরা বোঝে কোন কোষটা আমাদের দেহের কোনটা বাইরের। যখন আমাদের দেহে বাইরে থেকে রক্ত আসে, ডোনারের দেয়...
স্বাগতম। আমি মাহতাব মাহদী নিহাল। এই ওয়েবসাইটে আমার লেখা সব আর্টিকেল পাবেন। আমি গনিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল লেখতে ভালোবাসি । আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। শুভকামনা। আমার ফেসবুক প্রোফাইল লিংকঃ https://web.facebook.com/mahtab.mahdi.566 ইন্সট্রাগামে আমাকে পাবেনঃ https://www.instagram.com/mahtab_mn9/ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে জানতে ও জানাতে জয়েন করতে পারেন ব্যাঙের ছাতার বিজ্ঞান গ্রুপেঃ https://web.facebook.com/groups/bcb.science/ আপনার দিনটি শুভ হোক।