- ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস থেকে মাহমুদ বলছি। কিভাবে সাহায্য করতে পারি? - “ ...খুন” - দুঃখিত ম্যাডাম , আপনাকে ঠিকমত শুনতে পারিনি। আপনার সাহায্যের কারণটি আরেকবার বলবেন দয়া করে। - খুন হয়েছে। - দুঃখিত ম্যাডাম, আপনি কি একটি খুনের রিপোর্ট করতে চাচ্ছেন? - হ্যা। - আচ্ছা ম্যাডাম, আপনি কোথায় আছেন ? আমরা সাহায্য পাঠাচ্ছি। জানি না। - আপনি জানেন না আপনি কোথায় আছেন? - হ্যা। - আপনার আশেপাশে কি কিছু লক্ষ্য করতে পারছেন? - হ্যা। অন্ধকার। - ম্যাডাম আপনার আশেপাশে কেউ থাকলে তাকে একটু ফোনটা দিবেন দয়া করে। - আমি একা আছি। - ম্যাডাম, আপনার নাম কি? - মাহিরা । মাহিরা আলম। - তো মাহিরা, আপনি বলছিলেন একটা খুন হয়েছে। কিভাবে বুঝলেন? - আমি মেরে ফেলেছি। - আচ্ছা। - হ্যালো?? - জি মাহিরা, আপনি একটু ফোনে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমি আপনাকে এখন বেশ কিছু প্রশ্ন করব। ভেবে চিন্তে সেগুলোর উত্তর দিবেন। - আচ্ছা। - কে খুন হয়েছে? - মাহি। - মাহি কে আপনি চেনেন? - হ্যা। - কে হয় আপনার সম্পর্কে? - আমার হাসবেন্ড। ...
স্বাগতম। আমি মাহতাব মাহদী নিহাল। এই ওয়েবসাইটে আমার লেখা সব আর্টিকেল পাবেন। আমি গনিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল লেখতে ভালোবাসি । আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। শুভকামনা। আমার ফেসবুক প্রোফাইল লিংকঃ https://web.facebook.com/mahtab.mahdi.566 ইন্সট্রাগামে আমাকে পাবেনঃ https://www.instagram.com/mahtab_mn9/ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে জানতে ও জানাতে জয়েন করতে পারেন ব্যাঙের ছাতার বিজ্ঞান গ্রুপেঃ https://web.facebook.com/groups/bcb.science/ আপনার দিনটি শুভ হোক।