সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Featured Post

কল

-  ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস থেকে মাহমুদ বলছি। কিভাবে সাহায্য করতে পারি? - “ ...খুন” - দুঃখিত ম্যাডাম , আপনাকে ঠিকমত শুনতে পারিনি। আপনার সাহায্যের কারণটি আরেকবার বলবেন দয়া করে।  - খুন হয়েছে।  - দুঃখিত ম্যাডাম, আপনি কি একটি খুনের রিপোর্ট করতে চাচ্ছেন?  - হ্যা।  - আচ্ছা ম্যাডাম,  আপনি কোথায় আছেন ? আমরা সাহায্য পাঠাচ্ছি। জানি না।  - আপনি জানেন না আপনি কোথায় আছেন? - হ্যা।  - আপনার আশেপাশে কি কিছু লক্ষ্য করতে পারছেন? - হ্যা। অন্ধকার।  - ম্যাডাম আপনার আশেপাশে কেউ থাকলে তাকে একটু ফোনটা দিবেন দয়া করে।  - আমি একা আছি।  - ম্যাডাম, আপনার নাম কি? - মাহিরা । মাহিরা  আলম।   - তো মাহিরা, আপনি বলছিলেন একটা খুন হয়েছে। কিভাবে বুঝলেন?  - আমি মেরে ফেলেছি।  - আচ্ছা।  - হ্যালো?? - জি মাহিরা, আপনি একটু ফোনে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমি আপনাকে এখন বেশ কিছু প্রশ্ন করব। ভেবে চিন্তে সেগুলোর উত্তর দিবেন।  - আচ্ছা। - কে খুন হয়েছে?  - মাহি। - মাহি কে আপনি চেনেন? - হ্যা। - কে হয় আপনার সম্পর্কে? - আমার হাসবেন্ড।  - আচ্ছা। তো মাহির সাথে আসলে কি হয়েছিল? - জানিনা। - মাহি কি আপনার আশেপাশেই? - না। - আপনি জানেন মাহি
সাম্প্রতিক পোস্টগুলি

একজন অস্তিত্বহীন গনিতজ্ঞ

 Structures are the weapons of the mathematician. — Nicolas Bourbaki উপরের কথাটি বলেছেন ফ্রান্সের একজন গনিতবিদ। নিকোলাস বোরবাকি। সারাবিশ্বে অনেক পরিচিত এই গণিতবিদ। টপ ২৫ গণিতবিদের একজন। তার লেখা বই , থিওরি এখনো ব্যাবহার হয় বিশ্বের অনেক জায়গায়। তবে তাকে নিয়ে লোকজনের শুধু একটাই ছোট্ট সমস্যা। সেটা হচ্ছে, এই মানুষটার আসলে কোন অস্তিত্ব নেই। মানে, নিকোলাস বোরবাকি নামে যে বিশ্বসেরা গণিতবিদ , উনি আসলে নেই। আমেরিকান ম্যাথমেটিকাল সোসাইটি হল বিশ্বের সেরা গণিত সংগঠনের মধ্যে একটা। অনেকটা বিশ্বের ম্যাথ ক্লাব এর মত যেখানে বিশ্বসেরা গণিতবিদেরা আবেদন করেন যুক্ত হওয়ার জন্য এবং তার কাজ কর্ম বিবেচনায় তাকে সেই এলিট ক্লাবের অংশ করা হয়। নিকোলাস বোরবাকি ১৯৫০ সালে এই ক্লাবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেন, তাকে না করার কোন কারণ ছিলনা ম্যাথমেটিকাল সোসাইটির কাছে। কিন্তু এরপরেও তিনি এই ক্লাবের অংশ হতে পারেননি। কারণ তিনি আসলে অস্তিত্বমান নন। ২০ বছর ধরে পুরো দুনিয়া বোরবাকির নামে ধোকা খেয়ে এসেছে। একটু পেছনে ফিরে যাওয়া যাক। ১৬ বছর পেছনে ১৯৩৪ সালে।ফ্রান্সের প্যারিসের École normale supérieure এর 5 জন স্টুডেন্ট লাতিন কোয়াটা

পেগাসাস কি? কেন এটা খারাপ?

 দুটো ঘটনা তুলে ধরি। প্রথমত, কোন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে ভুল থাকতেই পারে। মানুষ মাত্রই ভুল করবে। এই ত্রুটি গুলোকে বলে বাগ। এই বাগগুলো ঠিক করার জন্য প্রতিটা সফটওয়্যার কোম্পানী প্রচুর টাকা খরচ করে পোগ্রামারদের , ইঞ্জিনিয়ারদের পেছনে । আবার মাঝে মাঝে অন্য কেউ বাগ ধরিয়ে দিলেও বিশাল পরিমান অর্থ দেয় কোম্পানীগুলো। উদাহরণস্বরূপ , আপনি যদি গুগলের কোন বাগ ধরিয়ে দেন, গুগল তা খুজে দেওয়ার জন্য আপনাকে ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার পে করবে শুধুমাত্র বাগ খুজে দেওয়ার জন্য। এই বাগগুলো ঠিক না করলে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমটার নিরাপত্তাহানী ঘটার সম্ভাবনা রয়েছে। তাই তারা সেটা পরবর্তিতে আপডেট আকারে সংশোধন করে দেয়। ধরুন অপারেটিং সিস্টেমটি একটা বাড়ি, যার বাহিরে একদল পোগ্রামার ও ইঞ্জিনিয়ার নিরাপত্তা রক্ষায় কাজ করছে। এই বাগগুলো হল একেকটা সিক্রেট দরজার মতো। যা নিরাপত্তার জন্য হুমকি। এখন মনে করুন , কেউ একজন একটা বাগ খুজে পেল। কিন্তু সেটা আর সফটওয়্যার কোম্পানীকে জানালো না। সে কি করল, ঐ বাগটাকে কাজে লাগিয়ে সফটওয়্যারের ভেতরে সে নিজের স্বার্থে পরিবর্তন আনল। এই যে বাগ , যা সম্পর্কে অন্য কেউ জানে , তবে সফটওয়্যারের

লিনা ম্যাডিনার মা হওয়াঃ মেডিকেল ইতিহাসের এক আনসলভড কেস।

মাত্র ৫ বছর ৭ মাস বয়সে মা হন লিনা। ছোট বেলায় তার বয়স যখন ৫ বছরের কাছাকাছি,তখন তার পেট বাড়তে থাকে। পরের কয়েকমাসে তার পেট অনেক ফুলে ওঠে। মা বাবারা মনে করেছিলেন এটা কোন টিউমার। তাই তারা ডাক্তারের কাছে নিয়ে যান।ডাক্তার আল্ট্রাসনোগ্রাম করে দেখেন তার পেটে সাত মাসের বাচ্চা! ডাক্তার জেরার্ডো লিনার ট্রিটমেন্ট করেছিলেন। তিনি মেডিকেল বোর্ড গঠন করে অন্য ডাক্তারদের কাছে এর কারণ জানতে চান। কিন্তু কেউই এর কোন সঠিক ব্যখ্যা দিতে পারেন নি। অবশেষে লিনার বাচ্চা হয়। ২.৭ কেজি ওজনের ওই বাচ্চা জন্মের পর সম্পূর্ন সুস্থ্য ছিল।তার নাম রাখা হয় লিনার ট্রিটমেন্ট করা ডাক্তার জেরার্ডোর নামে। প্রথমে এটাকে FIF কেস বা ফিটাস ইন্টু ফিটাস বলে দাবি করা হয়। কিন্তু ডাক্তার জেরার্ড কিছু রিপোর্ট বের করেন। লিমার ৫ বছর বয়সেই পিরিয়ড শুরু হয়েছিল! এবং তার সম্পূর্ন প্রজনোন অঙ্গ এর গঠন সম্পূর্ন হয়ে গিয়েছিল। ডা জেরার্ড এর উপর ভিত্তি করে লিনার বাবা ও ভাইয়ের উপরে কেস করেন। তবে যথাপোযোক্ত প্রমান না থাকায় ছেড়ে দিতে বাধ্য হন। এদিকে লিনার ছেলেকে লিনার ভাই হিসেবে তার গ্রামে রাখা হয়। লিনা নিজেও জানত না আসলে তাকে যৌন হেনস্থা করা হ

পাভলভের পরীক্ষার সত্যঃ আসলেই কি ধর্ষনের বৈজ্ঞানিক ব্যাখা?

  “ Pavlov was a f***ing monster ! “  - Joe Scoot পাভলভের ১৪১ বছর পুরোনো একটা থিওরি আছে, যেটা দিয়ে  এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধর্ষনের বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে জানে। জানারই কথা, যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু সংবাদ পত্র ভুলকে সত্য বলে প্রকাশ করে, আমাদের পক্ষে আর তা কতটাই জানা সম্ভব? এই আর্টিকেলে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, আসলে পাভলভের তত্ব কি ছিল, আর তত্ব সম্পর্কে সত্যটাই বা কি?   পাভলভের তত্ব সম্পর্কে আমরা সাধারণ মানুষ কি মনে করি?  মানুষ ( বিশেষ করে বললে পুরুষ ) কুকুরের মানসিকতার।  মানুষের মধ্যে পশুত্ব আছে।  আমাদের মন ৩ টা সত্বা দ্বারা গঠিৎ! ( ইড, ইগো এবং সুপার ইগো )  ক্রমাগত রিপিটেশনের মাধ্যমে রিফ্লেক্স অর্জন করা যায়।    এবং, আপনার এসব ধারণা ভুল প্রমানিত হতে যাচ্ছে এই আর্টিকেলে।  কুকুরেরা মানুষের খুব ভালো বন্ধু, লয়াল । বিভিন্ন কাজে সাহায্য করে। এমনই কিছু কুকুর ইভান পাভলভ স্যারেকে সাহায্য করেছিল , মানুষের ব্রেন ও মনস্তাত্বিকতা নিয়ে জানতে। :) কুকুর পোষেন ? কুকুরেরা অনেক সুন্দর না? তো পাভলভ সাহেব একদিন করলেন কি, একদল কুকুরকে নিয়ে আসলেন, তাদের সামনে বেল বাজিয়ে খাবার পরিবেশন ক

ইনফার্টিলিটি ( infertility ): কেন জীব তার প্রতিরূপ তৈরি করে রেখে যেতে পারে না? প্রতিরোধ ও করণীয় ।

  ইনফার্টিলিটি ( infertility ): কেন জীব তার প্রতিরূপ তৈরি করে রেখে যেতে পারে না? প্রতিরোধ ও করণীয় ।  সব প্রজাতিই তার বংশধর রেখে যেতে চায়। মানুষ যেমন সন্তানের জন্ম দেয়, তেমন অন্যান্য প্রজাতিও দেয়। তবে , অনেক সময় তারা সন্তান জন্মদিতে সক্ষম হয়না। কেন হয়না, কি কারণ , কি করা উচিত তা নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত লেখার চেষ্টা করব। অর্থাৎ মানুষের ইনফার্টিলিটি নিয়ে বিস্তারিত থাকবে।  আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, যারা সন্তান জন্মদিতে পারছেন না বা সক্ষম না। ইংরেজিতে একে বলা হয় , infertility বাংলায় বন্ধ্যাত্বতা। আমাদের মধ্যেও এই রোগে আক্রান্ত অনেকেই আছেন। শুধু আমেরিকাতেই ১০ - ১৫ % ( ১৫-৪৪ বছরের)  দম্পত্বি বন্ধ্যা বা ইনফার্টাইল। বাংলাদেশে একেবারে সিরিয়াস ভাবে সেরকম কেস স্ট্যাডি না হলেও, অনেকগুলো রিসার্চ এ পাওয়া গেছে, বাংলাদেশের বন্ধ্যাত্বতার রেট ৬% এর মত। পাশের দেশে ৭.৭% এর মত। সংখ্যাটা বিশাল। তো ইনফার্টিলিটি আসলে কি? “ যদি টানা এক বছর frequent, unprotected sex করার পরেও যদি কোন কাপল প্রেগনেন্ট না হন , তবে সেই কাপলটি ইনফার্টাইল”  ইনফার্টিলিটি হতে পারে দুইজনের একজনের কারণে অথবা দুইজনের কারণেই। রে