Curiosity মার্স রোভার (95 মিলিয়ন কিলোমিটার দূরের মঙ্গলে মানবজাতির প্রতিনিধি) এই শীতের বিকালে যখন আপনি আমি যখন কম্বলের নিচে গুটিসুটি হয়ে শুয়ে আছি তখন ঠিক আমাদের পৃথিবী থেকে 95 মিলিয়ন কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে একটি যন্ত্র মানবজাতির প্রতিনিধি হিসাবে মঙ্গলে বসবাস করছে। 1997 সালের 4 ই জুলাই থেকে শুরু করে আজ ২০২০ সালে মঙ্গলে মানবজাতির প্রতিনিধি হিসাবে রোভার ছিল এবং আছে।এখন পর্যন্ত ৬ টা রোভার মঙ্গলে পাঠানো হয়েছে যার মধ্যে একটা মাত্র সচল আছে। তবে কিছুদিনের মধ্যে সেখানে আরেকটি রোভার নিক্ষেপনের প্লানিং চলছে। চিত্রঃ মার্স রোভারের মডেল। অনেক আগ থেকেই মঙ্গলের মানবজাতি তাদের দ্বিতীয় বসতি স্থাপন করার জন্য চেষ্টা করছে। কিন্তু বললেই তো আর কোন গ্রহে মানব বসতি স্থাপন করা সম্ভব না। আগে সে গ্রহটি সম্পর্কে বিস্তারিত জানতে হয় জানতে হয় । সেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে কিনা, পানি আছে কিনা বা বেঁচে থাকার জন্য যে আবশ্যকীয় উপাদানগুলো দরকার সেগুলো আছে কিনা । এগুলো জানার জন্য সরাসরি স্যাম্পল ও খুব কাছ থেকে ছবি দেখা দরকার হয়। তাই মানুষ এসব তথ্য সংগ্রহ করার জন্...
স্বাগতম। আমি মাহতাব মাহদী নিহাল। এই ওয়েবসাইটে আমার লেখা সব আর্টিকেল পাবেন। আমি গনিত ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল লেখতে ভালোবাসি । আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। শুভকামনা। আমার ফেসবুক প্রোফাইল লিংকঃ https://web.facebook.com/mahtab.mahdi.566 ইন্সট্রাগামে আমাকে পাবেনঃ https://www.instagram.com/mahtab_mn9/ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে জানতে ও জানাতে জয়েন করতে পারেন ব্যাঙের ছাতার বিজ্ঞান গ্রুপেঃ https://web.facebook.com/groups/bcb.science/ আপনার দিনটি শুভ হোক।